কাউনিয়া প্রতিনিধি
আগামী ১৭ অক্টোবর রংপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কাউনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন কাউনিয়া উপজেলার ২ নং ওর্য়াড সাধারণ সদস্য প্রার্থী মোঃ আলতাফ হোসেন।
রবিবার (৯ অক্টোবর) বিকেলে তার নির্বাচনী কার্যালয়ে হারাগাছ ও সারাই ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদ ২ আসনের সাধারণ সদস্য পদপ্রার্থী মোঃ আলতাফ হোসেন।
বক্তব্যে তিনি বলেন আপনারা যদি আমাকে জেলা পরিষদের নির্বাচিত করেন তাহলে আমি সদস্য হয়ে কাউনিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নের কাজ করার সুযোগ পাবো, কথা তুলে ধরে বলেন, আগামী ১৭ অক্টোবর নির্বাচনে তিনি যদি নির্বচিত হয়ে আসেন তাহলে জেলা পরিষদের সকল বরাদ্দের টাকা সততা ও স্বচ্ছতার সাথে কাজ করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।
উক্ত মতবিনিময় সভায় কাউনিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করার সুযোগের জন্য ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সকল ভোটার ও সকালের কাছে দোয়া চেয়েছেন ।
খবর সম্পর্কে মন্তব্য করুন