কাউনিয়া প্রতিনিধি
আগামী ১৭ অক্টোবর রংপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কাউনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ইলিয়াস আহম্মেদ।
রবিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা টিপু মুন্সি অডিটোরিয়াম হলরুমে বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলদার আলীর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ রেজাউল করিম রাজু,জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মওলা,কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম,
বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, সহ স্হানীয় আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় বক্তারা কাউনিয়া উপজেলায় ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ভোটারদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে তার পক্ষে কাজ করার আহবান জানান।
খবর সম্পর্কে মন্তব্য করুন