কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় চলছে বিজয়া দশমীর উৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েআজ (বুধবার, ৫ অক্টোবর) শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব।
এদিন বিকেল থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে তিস্তা ব্রীজের নিচে ভিড় করেছেন ভক্ত ও অনুরাগীরা।
এ সময় নানা ধর্মের, শ্রেণী ও পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
এর আগে চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে গত ১ অক্টোবর থেকে দেশের সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়।
আজ সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে, বিকেল থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। আর এর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ জানান কোন অসাম্প্রদায়িক ঘটনা ছাড়াই সুষ্ঠু পরিবেশে উপজেলার ৬৮টি মন্দিরের প্রতিমা বিসর্জ্জন দেয়া হয়েছে।
খবর সম্পর্কে মন্তব্য করুন