কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ার খামারের হাট বেইলি ব্রীজ বাজারে মঙ্গলবার রাতে অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অবহেলা ও ঘটনা স্থলে দেরীতে পৌঁছার কারণে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হওয়ায় ব্যবসায়ীরা গত বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করছে।
খামারের হাট বেইলি ব্রীজে রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে সকাল ১১ টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে খামারের হাট বেইলি ব্রীজ দোকান মালিক সমিতির সদস্যরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আকরাম হোসেন, খামারের হাট বেইলি ব্রীজ দোকান মালিক সাইদুল ইসলাম, ফিরোজ কবির প্রমূখ।
বক্তরা বলেন বাজারের মার্কেটে অগ্নিকাণ্ডের শুরুতেই কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলেও তারা ঘটনা স্থলে দেরীতে আসেন। ততক্ষণে সব কিছু পুড়ে ছাড়খার হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মত ঘটনা স্থলে উপস্থিত হলে এত ক্ষতি হতো না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবহেলা কারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা চারীদের শাস্তি দাবি জানান । সেই সাথে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদানের দাবি জানান।
খবর সম্পর্কে মন্তব্য করুন