রংপুর জেলার কাউনিয়া উপজেলার চর ঢুষমারার গ্রামে মোঃ মোশাররফ হোসেন (২২) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যবরন করেছে।
এলাকাবসি সূত্রে জানা যায় চর ঢুষমারার গ্রামের মোঃ মোস্তাক আহমেদের ছেলে মোঃ মোশাররফ হোসেন (২২) সে এক বছর হলো বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। তার স্ত্রী গত কয়েক দিন হলো গর্ভবতি হওয়ার কারনে বাপের বাড়ি যায়।
আজকেই তার ডেলিভরীর ডেট থাকার যার কারনে মোশারফের বাবা ও মা তার শশুরের বাড়ি যায়,বাড়িতে মোশাররফ একাই ঘুমাচ্ছিল ঘুম হতে উঠে দরজার আশা মাত্রই টিনের বেরায় আটকে যায় এতেই ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
বিদ্যুতের শর্টসার্কিট হওয়ায় টিনে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারনেই তার মৃত্য হয়েছে। তার মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর সম্পর্কে মন্তব্য করুন