কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাণিজ্য পরিষদের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ভায়ারহাট বালিকা বিদ্যালয় মাঠে ভায়ারহাট বাণিজ্য পরিষদের নির্বাচনের আহ্বায়ক শওকত জামান জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেপামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভায়ারহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, নবনির্বাচিত কমিটির সভাপতি শাহানুর আলম শাহীন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান, মোবারক হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সুবোধ কুমার মিত্র, আলহাজ্ব আবির উদ্দিন মন্ডল অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ। আলোচনা শেষে নবনির্বাচিত কমিটিকে ফুলের মালা পড়িয়ে বরণ করা হয়। পরে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খবর সম্পর্কে মন্তব্য করুন