কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বিক্রির জন্য ভেজাল সার মজুত রাখা এবং ডিএপি সার পাচার করে বিক্রি করার অপরাধে একজন বিসিআইসি ডিলার সহ তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মীরবাগ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম তাহমিনা তারিন। এ সময় তার সঙ্গে ছিলেন, কৃষি অফসার শাহনাজ পারভীন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, কৃষি সম্প্রসারণ র্কমর্কতা কল্লোল কিশোর সরকার, কাউনিয়া থানার এএসআই জোবেদ আলী।
কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন বলেন, মীরবাগ বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকানে ভেজাল সার মজুত করে বিক্রি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল নির্বাহী হাকিমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বিএডিসি সার ডিলার বেলাল হোসেনের ভাই ভাই সার বিতান ও আশরাফুল আলমের আব্দুল আজিজ ড্রেডার্সের দোকান ঘরে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করা হয়। পরে বেলাল হোসেনের ১০ হাজার ও আশরাফুলের এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য জেলায় পাচার করার সময় ৫০ বস্তা ডিএপি সার আটক করা হয়। সার পাচার অপরাধে বিসিআইসি ডিলার মেসার্স সাইদ এন্টারপ্রাইজের মালিকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে। ভেজাল সার কিনে কৃষকরা যেন প্রতারিত না হয় এবং চাহিদা সার পায় এজন্য কৃষি বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
খবর সম্পর্কে মন্তব্য করুন