কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী আন্জুয়ারা কে হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা সদরের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করেন নিহতের পরিবারের সদস্যসহ চর বিশ্বনাথ এলাকাবাসী। বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক স্থানীয় মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, নিহতের মা আজেকা বেগম, বাবা আমজাদ হোসেন, চাচা ছিন্দবাদ মিয়া প্রমুখ। বক্তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
এ ব্যাপারে কাউনিয়া থানা অফিসার্স ইনচার্জ ওসি মাসুমুর রহমান মাসুম জানান, জমির সীমানা নিয়ে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্কুল শিক্ষার্থী আন্জুয়ারার মৃত্যু হয়। পরে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার চার জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ মে) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আন্জুয়ারা মারা যায়। জমির সীমানা চিহ্নিত করাকে কেন্দ্র করে ঘটা দু’পক্ষের সংঘর্ষে প্রাণ হারায় আন্জুয়ারা।
খবর সম্পর্কে মন্তব্য করুন