গুগল এতটাই শক্তিশালী যে, আমাদের কাছ থেকে অন্যান্য সার্চ সিস্টেমকেও “লুকিয়ে” রাখে। এমন কিছু সাইটের একটি তালিকা, পরে হয়তো কাজে দিবে-
www.refseek.com – ক্লাসিক্যাল রিসোর্স খুঁজছি। এক বিলিয়নেরও বেশি উৎস: এনসাইক্লোপিডিয়া, মনোগ্রাফি, ম্যাগাজিন।
www.worldcat.org – বিশ্বব্যাপী ২০,০০০ লাইব্রেরির বিষয়বস্তু অনুসন্ধান করা যায়।
https://link.springer.com – ১০ মিলিয়নেরও বেশি বৈজ্ঞানিক নথিতে প্রবেশ: বই, প্রবন্ধ, গবেষণা প্রোটোকল।
www.bioline.org.br একটি গ্রন্থাগার যা উন্নয়নশীল দেশে প্রকাশিত বৈজ্ঞানিক জীববিজ্ঞান ম্যাগাজিন।
http://repec.org – ১০২টি দেশের স্বেচ্ছাসেবীরা অর্থনীতি ও সংশ্লিষ্ট বিজ্ঞানের উপর প্রায় ৪ মিলিয়ন বিবৃতি সংগ্রহ করেছেন।
www.science.gov হল 2200+ বৈজ্ঞানিক সাইটে একটি আমেরিকান রাষ্ট্রীয় অনুসন্ধান মেশিন। ২০০ মিলিয়নেরও বেশি নিবন্ধ উদ্ধার করা হয়েছে।
পিডিএফ ফরম্যাটে বিনামূল্যে বই ডাউনলোড করার সবচেয়ে বড় ওয়েবসাইট হল www.pdfdrive.com (২২৫ মিলিয়নেরও বেশি নাম দাবি করছি)
www.base-search.net শাস্ত্রীয় কোর্সের উপর সবচেয়ে শক্তিশালী গবেষণাগুলোর একটি। ১০০ মিলিয়নেরও বেশি বৈজ্ঞানিক কাগজপত্র, তাদের ৭০% বিনামূল্যে।
…
মূল পোস্টটা জনাব নুরুল আলম মাসুদ নামে এক ভদ্রলোকের। অত্যন্ত কাজের জিনিস, কাজের লোকদের জন্য। পোস্টের লিংকটা পাঠিয়ে কৃতার্থ করেছেন শামসুল আরেফীন শক্তি ভাই। আমার মত আরও যাদের প্রয়োজন, রেখে দিতে পারেন।