বাংলাদেশ জাসদ কুড়িগ্রাম জেলা শাখার কমিটি পুনর্গঠন। সভাপতি- বীর মুক্তিযোদ্ধা জাহেদুল হক, সাধারণ সম্পাদক- ইসমাইল হোসেন বাদল।
বীর মুক্তিযোদ্ধা শরীর নুরুল আম্বিয়া ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ-এর কুড়িগ্রাম জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২০২২ কুড়িগ্রাম কলেজ মোড়স্থ কুড়িগ্রাম সাধারন পাঠাগারে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিনের উপস্থিতিতে বাংলাদেশ জাসদ কুড়িগ্রাম জেলার কমিটি গঠন করা হয়, সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা জনাব জাহেদুল হক কে সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন বাদলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
উল্লেখ্য আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২২খ্রিঃ তারিখ বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সাথে থাকলেও সাম্প্রতি ১৪ দলীয় জোট থেকে বেড়িয়ে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাসদ।
খবর সম্পর্কে মন্তব্য করুন