৫ বছর ধরে পলাতক ৫ বছরের সাজা প্রাপ্ত মাদক মামলার কুখ্যাত আসামী ফখরুলকে গ্রেফতার করলো কুড়িগ্রাম জেলা পুলিশ
জেলা পুলিশ তথ্য সুত্রেঃসোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।২৫ বছর ধরে পলাতক ৫ বছরের সাজা প্রাপ্ত মাদক মামলার কুখ্যাত আসামীকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশের সদর_থানার_একটি_চৌকশ_টিম গত ১৩ এপ্রিল ২০১৩ তারিখ আসামি ফখরুল ইসলাম (৩৩), আরেকজন সহযোগী সহ কুড়িগ্রাম থানাধীন মোগল বাসা জিগাবাড়ি ঘাট থেকে নৌকাযোগে জামালপুর যাওয়ার প্রস্তুতি কালে সকাল আনুমানিক ৯ঃ৫৫ ঘটিকায় মোঘলবাসার জিগাবাড়ি ঘাটে ৭৩ বোতল ফেনসিডিল সহ ডিবি_কুড়িগ্রাম গ্রেফতার করে ।এ ঘটনায় কুড়িগ্রাম জেলা পুলিশ বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর শফিউল ইসলাম মামলা সুচারুভাবে তদন্ত সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ কোর্টে পুলিশ রিপোর্ট প্রেরন করেন। আসামী জামিনে মুক্তি পেয়ে ২০১৮ সালের পর থেকে পলাতক ছিল।বিজ্ঞ আদালত আসামী কুড়িগ্রাম জেলার, সদর থানাধীন মধ্য কোমরপুর গ্রামের ফখরুল ইসলাম (২৭) কে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করেন।
পরবর্তীতে কুড়িগ্রাম_সদর_থানা পুলিশের একটি আভিযানিক দল অদ্য ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখ ভোররাতে অভিযান পরিচালনা করে সাজা ওয়ারেন্ট মূলে আসামী ফকরুল ইসলামকে গ্রেফতার করে।
এভাবেই মাদক নির্মুলে সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
খবর সম্পর্কে মন্তব্য করুন