আবির হোসেন সজল, লালমনিরহাট জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (০৬ অক্টবর) ‘লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়’ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
পাবলিক, ইঞ্চিনিয়ারিং ও মেডিকেল কলেজ বিশ্ববিদ্যলয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পাবলিকিয়ান আ্যাসোসিয়েশন অব লালমনিরহাট সদর (পালস)।
এসময় লালমনিরহাট জেলার জেলা প্রশাসক মো. আবু জাফর কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ আছে যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে। কোন দেশকে এগিয়ে নিয়ে যেতে সে দেশে সোনা বা হিরার খনি কাজে আসে না। একটি দেশ তখনই এগিয়ে যায় যখন সে দেশ শিক্ষায় এগিয়ে যায়। আমাদের মুক্তিযুদ্ধের যে গৌরবময় ইতিহাস আছে তা আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যেনো আমরা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি সেরকম মানবিক মানুষ হতে হবে।
তিনি আরো বলেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে কেও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে জন্য বর্তমান সরকার আর্থিক সমস্যাগ্রস্থ শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে। সরকার শিক্ষাখাতে প্রণোদনা বৃদ্ধি করছে। সবাই যেনো নিজের মেধা, শ্রম, মনন কাজে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করে যেতে পারি। পাবলিকিয়ান আ্যাসোসিয়েশন অব লালমনিরহাট সদরের এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে এবং উৎসাহিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণে সবাইকে নিজ জায়গা থেকে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার হবার আগে আমাদের মানবিব মানুষ হতে হবে। নিজ জেলা তথা দেশের সেবা করতে হবে। তবেই একটি সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণ সম্ভব। এসময় শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উৎসাহমূলক আয়োজন করার জন্য পাবলিকিয়ান আ্যাসোসিয়েশন অব লালমনিরহাট সদরে আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তারা জানান, পালস’র আয়োজনে এভাবে সংবর্ধনা পেয়ে তারা অনেক আনন্দিত। এ ধরনের সম্মাননা মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহ দেবে বলেও তারা মনে করেন।
ঢাবির মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম রহমান ও রাবির বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার মিমের সঞ্চালনায় লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জান সুজন, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের কনসালটেন্ট ডাঃ শাফিউজ্জামান সহ প্রায় দুইশতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ মো. এন্তাজুর রহমান।
খবর সম্পর্কে মন্তব্য করুন