আদিতমারী উপজেলা প্রতিনিধি
মোঃ সুজন রানা
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় মহিষাশহর গ্রামের আর্জেন্টিনার সমর্থকরা এ পতাকা চুরির অভিযোগ আনে ব্রাজিল সমর্থক এর উপর।
মহিষা শহর গ্রামের আর্জেন্টিনা সাপোর্টার বুলেট জানায়, গত ০২/১২/২০২২ইং তারিখে ১০/১২ টি আর্জেন্টিনার পতাকা শহর বাজারে টানিয়ে ছিলাম । প্রতিটি পতাকায় ছিল ১০ ফুট করে। আর একটি পতাকা ছিল ২০ ফুট।
আর্জেন্টিনা এই পতাকা গুলোর সাথে বাংলাদেশের পতাকা ও আমরা টানিয়েছিলাম।
গতকাল রাত পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল।
গতকাল রাতে ও ক্যামেরুন vs ব্রাজিল ম্যাচ টি সবাই মিলে করেছিলাম তখন পর্যন্ত আর্জেন্টিনার পতাকা অক্ষত অবস্থায় ছিল।
ধারণা করা হচ্ছে, ক্যামেরুনের কাছে ১-০ গুলো হেরে যাওয়ার কারণে ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার পতাকা গুলো চুরি করেছে।
এই অবস্থায়, আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে।
আর্জেন্টিনার সাপোর্টার দিগন্ত দুঃখ ভারকান্ত মন নিয়ে এটার তীব্র নিন্দা জানিয়েছেন।
আর্জেন্টিনার আরেক সাপোর্টার জিহাদ বলেন, তারা আমাদের পতাকা চুরি করতে পারে কিন্তু মন থেকে আর্জেন্টিনাকে চুরি করতে পারবে না।
আর্জেন্টিনার সাপোর্টারা আশাবাদী যে আজকের ম্যাচ এ অস্টোলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যাবে তাদের প্রিয় টিম আর্জেন্টিনা।
Leave a Reply