৭ বছর বাদে আবারো বাংলাদেশের বিপহ্মে সিরিজ খেলতে ঢাকার এসেছে ইংল্যান্ড । সবশেষ ২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। সে সময় টাইগারদের বিপক্ষে টেস্ট ম্যাচ ও একটি ওয়ানডে ম্যাচে হার দেখেছিল। অনেক দিন বিরতির
পর পরিশোধ তোলার সুযোগ পেয়েছে বাটলার, মুঈন আলিরা,
সিরিজ শুরুর আগে গতকাল
রোববার মিরপুর শেরে-ই বাংলার প্রেস কনফারেন্স কক্ষে সিরিজ শুরুর আগেসংবাদ সম্মেলনে আসেন বাটলার। সেখানে বাংলাদেশ দলকে ঘরের মাটিতে হারানো কঠিন দাবি করে ইংলিশ অধিনায়ক বলছিলেন, ‘এটা আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জ। ঘরের মাঠে বাংলাদেশকে হারানো খুব কঠিন। আপনি যেমন বলেছেন, ভারতকে সম্প্রতিই তারা হারিয়েছে। বিশ্বকাপ খু ব দূরে নেই, এমন চ্যালেঞ্জই আমাদের দরকার এখন। আমাদের জন্য কঠিন এমন কন্ডিশনে নিজেদের পরীক্ষা করে নেওয়া জরুরি।’
Leave a Reply