ক্রিয়া প্রতিনিধি –
(দ্য গ্রেটেস্ট শো অন আর্থ) ফিফা ওয়াল্ড কাপ ২০২২ কাতার বিশ্বকাপের সি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে অপ্রত্যাশিত ভাবে বিশ্বকাপ মিশন শুরু করে আলবিসেলেস্তেরা। এরপর আর্জেন্টিনার জন্য গ্রুপ পর্বে বাকী দুই ম্যাচ পরিণত হয়ে যায় অঘোষিত ফাইনাল। দেয়ালে পিঠ ঠেকে গিয়ে দুর্দান্ত কাম ব্যাক করে লিও মেসি বাহিনীরা। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ এবং তৃতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা সরাসরি জায়গা করে নেয় রাউন্ড অফ সিক্সটিন
যেখানে রাউন্ড অফ সিক্সটিনে লিও মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে ডি-গ্রুপ থেকে রানার্সআপ হয়ে উঠে আসা অস্ট্রেলিয়া। রাউন্ড অফ সিক্সটিন থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আজ ৩-ই ডিসেম্বর রোজ শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি বাহিনীরা।
Leave a Reply