ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় গত ৫ ই জানুয়ারি বিকাল ৩ টায় স্থানীয় এক মাঠে এলিভেন টাইগার্স বনাম লায়নস অফ ফুলবাড়িয়া নামে দুটি দলের মাঝে শ্বাসরুদ্ধকর ম্যাচের পরিসমাপ্তি ট্রাইবেকারে শেষ হয়। ট্রাইবেকার শ্যুটআউটে ৩-২ গোলের ব্যাবধানে লায়নস অফ ফুলবাড়িয়া জয়লাভ করে ।
মনাকুশা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভ্যান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন ৷
আরও এলাকার গণ্যমান্য মুরব্বি সহ অগণিত ফুটবলপ্রেমী এ খেলাটি উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান মিলন মাদকের বিরুদ্ধে এসব খেলার আয়োজনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ।
পুরস্কার বিতরণের প্রথমাংশে সম্মানিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন ও ফুল দিয়ে বরণ করে নেন নবজাগরণ যুব সংঘের সভাপতি তাহছিনুল আবরার লিছান ও সেক্রেটারি দেলোয়ার হোসেন রুহান, ছাত্রকল্যাণ সম্পাদক শাহীদুল নূর শামিম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষ পর্যায়ে খেলোয়াড় দের মাঝে সম্মানিত অতিথিবৃন্দ, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
সভাপতি মাওঃ জালাল উদ্দীনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সুসমাপ্তি ঘটে ।
প্রসঙ্গত,নবজাগরণ যুব সংঘ পুরো ফুলবাড়িয়া ব্যাপি ২০২০ সাল হতে বিভিন্ন সেচ্ছাসেবী ও শিক্ষামূলক কার্যক্রম করে থাকে ।
Leave a Reply