আদিতমারী উপজেলা প্রতিনিধি,মোঃ সুজন রানা
আজ ২৯ অক্টোবর বিকাল ৪.৩০ মিনিট এ আদিতমারী উপজেলার মহিষাশহরে এই ফাইনাল খেলা টি অনুষ্ঠিত হয়। খেলায় মহিষাশহর কিং স্টার স্পোর্টিং ক্লাব ২-০ শূন্য পুরো ম্যাচ-এ এগিয়ে থাকলো ও খেলার অন্তিম মুহূর্তের দিকে চেয়ারম্যান পাড়া জুনিয়র একাদশ তাদের প্রথম গোলটি দিতে সক্ষম হন।
তাতেই,২-১ গোলার জয় পায় মহিষাশহর কিং স্টার স্পোর্টিং ক্লাব ।ম্যাচটি পরিচালনা(রেফারি)করেন
মো: আহসান কবির (সহকারী শিক্ষক) মহিষাশহর উচ্চ বিদ্যালয় ও কলেজ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন মো: মোয়াজ্জেম হোসেন সবুজ উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন (দুদক)।বিশেষ অতিথি মোঃ আব্দুল কুদ্দুস মধু
উপজেলা নির্বাচন অফিসার নীলফামারী।
মোঃ জিয়াউল হক মিঠু,প্রধান শিক্ষক মহিষশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply