(ক্রিয়া প্রতিনিধি) -চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে – বিপিএল এর নবম আশর। প্রতিবারেই
বিপিএলে সিলেটের প্রতিনিধি করে হতাশ হতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো কে। কিন্তু তবে এবার ভিন্ন আঙিকে ফ্র্যাঞ্চাইজি নতুন মালিকানায় যাত্রা সিলেট স্টাইকার্সের।
এখন পযন্ত প্রথম
ছয় টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে ইতোমধ্যে চমকে দিয়েছে চায়ের রাজধানী সিলেট
দলটির অধিনায়কত্ব করছেন বাংলাদেশের সবকালের
সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ,
মাশরাফি মানেই যেন জাদু, মন্ত্র কিংবা তারও বেশি কিছু। বিপিএল ইতিহাস তো বটেই দেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সফল এই অধিনায়ক তিনি।
যাকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলে ও সম্বোধন করা হয়ে থাকে। বিপিএলে এর আগে চ্যাম্পিয়ন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে।
এবার দায়িত্ব নিলেন বিপিএলের সবচেয়ে হতাশা উপহার দেওয়া দল সিলেটের ফ্র্যাঞ্চাইজিটির। আর তাতেই বাজিমাত। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কে , দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান এর ফরচুন বরিশাল কে , তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে ,এবং চতুর্থ ও পঞ্চম ম্যাচে ঢাকা ডমিনেটরস কে হারিয়ে টানা ৫ টি জয় তুলার কৃতিত্ব অর্জন করে মাশরাফির অধীনে খেলা সিলেট স্ট্রাইকার্স , ষষ্ঠ ম্যাচে কুমিল্লার কাছে ৫ উইকেটে হারলেও ৫ টি জয় নিয়ে এখন পর্যন্ত টেবিলের শীর্ষে রয়েছে তারা ।
ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজা বলেন
‘ রিল্যাক্সের কোনো সুযোগ নেই। আমরা পাঁচটা ম্যাচ জিতেছি আর একটিতে হেরেছি কিন্তু এখনো আরও অনেক ম্যাচ বাকি। আমদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নেই।
Leave a Reply