
ওসমান গনি,স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা আইন শৃঙ্খালা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলা সভা কক্ষে আইন শৃঙ্খালা কমিটির সভা ও উপজেলা সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মাহফুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা আমিরুল ইসলাম,সদস্য সচিব গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান নেকি,ইমামপুর ইউঃপি চেয়ারম্যান মোঃ হাফিজুজ্জামান খাঁন জিতু,টেংগারচর ইউঃপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী,ভবরেচর ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার সাঈদ মোহাম্মদ লিটন,গজারিয়া নৌ-পুলিশ অফিসার ইজাজ, গজারিয়া তদন্ত কেন্দ্র এবং গজারিয়া ফায়ার স্টেশন অফিসার সহ বিভিন্ন আইন শৃঙখলা বাহিনী ও গজারিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।