
ওসমান গনি,স্টাফ রিপোর্টর
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা উম্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠিত।
আজ বৃহস্পতি বার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৩-২৪ অর্থ বছরের প্রাথমিক বাজেট সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার মো:আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,এ সময় আরও উপস্থিত ছিলেন ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু,বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো:মিজানুর রহমান প্রধান,ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন,টেঙ্গারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজীসহ উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের ইউপি সচিব ও ইউপি সদস্যগণ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন প্রকল্প ও বাজেটে অন্তর্ভুক্তের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়,জানা যায় এ অর্থ বছরে সম্ভাব্য ৫ কোটি টাকার বাজেট ঘোষনা করা হতে পারে।