ওসমান গনি,স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পূর্ব শত্রুতার জের ধরে হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল রানাকে মুঠোফোনে হত্যার ও লাশ গুম করার হুমকির অভিযোগ উঠেছে একাধিক মামলার আসামি বিএনপি ক্যাডার মমিন মৃধার বিরুদ্ধে।
অভিযুক্ত মমিন মৃধা (৪০)উপজেলার হোসেন্দী ইউনিয়নে নতুন চর গ্রামের মৃত সাইজুদ্দিন মৃধার ছেলে।
ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা যায়,গেল ২৪ মে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামে নিজ বসত বাড়ীতে অবস্থান কালীন সময়ে মোবাইল নম্বর ০১৯০৯৫৭৯৪৮৫ হইতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৪৮১৪২৪৫৫তে ফোন আসে,ফোন রিসিভ করলে বিবাদী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং বিবাদীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা থানা তুলে নেওয়ার জন্য বলে।মামলা তুলে নিতে রাজি না হওয়ায় বিবাদী বিভিন্ন প্রকার ভয়ভীতি ও যেখানে পাবে সেখানে প্রাণে মারিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদান করে,বিবাদী যে কোন সময় বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে,তাই সে নেতাকর্মী ও আত্মীয়- স্বজনের সাথে আলোচনা করে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে।
উল্লেখ্য মমিন মৃধার বিরুদ্ধে হোসেন্দী ইউনিয়নে সন্ত্রাস,চাঁদাবাজি,ঘর বাড়ি ভাংচুরসহ সরকার বিরোধী নাশকতায় একাধিক মামলা রয়েছে।