ওসমান গনি স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগে ডা: মুবাশশিরা বিনতে আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা যোগদানের পরে বদলে গেছে চিকিৎসা সেবার মান।
গজারিয়া উপজেলায় ডা: মুবাশশিরা বিনতে আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ২৪/০৮/২০২০ সালে অত্র উপজেলায় যোগদান করেন ।, স্বাস্থ্য অধিদপ্তর ওয়েব সাইডের তথ্য মতে ২০১৯ সালে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগ এবং জরুরী বিভাগে বছরে ১২৩৬৫৪ বার সেবাগ্রহিতারা সেবা গ্রহন করে । ডা: মুবাশশিরা বিনতে আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা যোগদান করা পর তা বেড়ে ২০২২ সালে ১৫০১৩৬ বার সেবাগ্রহিতা সেবা গ্রহন করেন । বর্তমানে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সটি সেবাগ্রাহিতা আস্থার স্থান। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা হলেও মাসে প্রায় প্রতিদিন ৫৫-৬০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহন করেন ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির জন্য তিন বছরে তিনি ব্যবস্থা করেছেন রোগ নির্নয়ের আধুনিক ল্যাব, ফিজিওথেরাপি সেন্টার, অসংক্রামক রোগীদের জন্য অধুনিক এনসিডি কর্নার, দীর্ঘদীন বন্ধ থাকার পর চালু করেছেন এক্স-রে সার্ভিস । সেবা গ্রহিতা স্বল্প মূল্যে সরকার কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ পুর্বক সেব গ্রহন করতে পারেন। যার ফলে সরকারী কোষাগারে আগের চেয়ে অনেক বেশি রাজস্ব জমা পরেছে। হাসপাতাল প্রতিষ্ঠার ৪০ বছর পার হওয়া উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় অপারেশন থিয়েটার চালু হয় যার সুফল অত্র উপজলাসহ আশে পাশের কয়েকটি উপজেলায় জনগন ভোগ করছে।
কোভিড-১৯ মহামারি মোকাবেলায় কোভিড-১৯ টিকাদানেও জেলার প্রথম স্থানে আছে। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এছাড়াও তিনি চালু করছেন অসুস্থ্য ভর্তি শিশু রোগীদের জন্য শিশূ কর্নার , মুক্তিযোদ্ধা , বয়স্ক , এবং প্রতিবন্ধি রোগীদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা । ডাঃ মুবাশিরা বিনতে আলম যোগদানের পর হইতে চালু করেছেন মুমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসা সেবার জন্য এ্যাম্বুলেন্স সার্ভিস সহ ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থায় , কমিউনিট ক্লিনিক পর্যায়ে ব্যাপক উন্নতি পরিলক্ষিত হয়।
খবর সম্পর্কে মন্তব্য করুন