
ওসমান গনি,স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা নয়ানগর মৌজার মূল্য বৃদ্ধি ও চর বাউশিয়া মৌজার মূল্য পূন:নির্ধারণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন এর নয়ানগরস্থ বাংলাদেশ কোস্ট গার্ডের অস্থায়ী মিলনায়তনে ও সকাল গজারিয়া উপজেলার বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় তদন্তপূর্বক প্রতিবেদন পেশ করার জন্য উপস্থিত ছিল উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ মিরাজ উদ্দিন।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম,
বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান প্রধান, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিনসহ স্থানীয় মৌজার জমির মালিক,গজারিয়া উপজেলার দলিল লেখকবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
এ বিষয়ে সাব রেজিস্ট্রার মো:মিরাজ উদ্দিন বলেন, আমরা আজ সরেজমিনে উক্ত মৌজার অবস্থান পরিদর্শন ও স্থানীয় জন প্রতিনিধি,সাধারণ মানুষের সাথে কথা বললাম,তাঁদের মতামত নিলাম,তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।