
ওসমান গনি,স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পূর্ব শত্রুতার জেরে মিলন মিয়া (৪৪) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে আনোয়ার সিমেন্ট কোম্পানির পাশে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সে বালুয়াকান্দি ইউনিয়নের দরি গাঁও গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। এবং তিনি মাছ ও তেল ব্যবসা করেন।
আহত মিলন মিয়া জানান, বৃহস্পতিবার সকালে তেতৈতলা মেঘনা পুরান ফেরীঘাটে মাছ কেনাবেচার উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশা করে রওনা দেয়। পথি মধ্যে তেতৈতলা গ্রামে আনোয়ার সিমেন্ট কোম্পানির পাশে পৌছালে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ লিটন দেওয়ান, লিংকন দেওয়ান, রিজান দেওয়ান সহ ১০/১২জনের সংঘবদ্ধ দল তার গতিরোধ করে রাম দাঁ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে, পিটিয়ে গুরুত্বর জখম করে।
এসময় মিলন মিয়ার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ সময় তার নিকটে থাকা ৫ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলন মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী জানান, মিলন নামের এক ছেলেকে কুপিয়ে আহত করার খবর জানতে পেরেছি। তিনি ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। পরিবার ও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।