
ওসমান গনি,স্টাফ রিপোর্টার:
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শক্রতার জেরে বাবুল (৩৫) নামে একজনকে মারধর করে জখম করার অভিযোগ পাওয়া গেছে।অভিযুক্তের দাবি কিশোরী মেয়েকে উক্তাক্ত করায় হাতাহাতি হয়েছে।
অভিযোগকারী উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের আঃ রাজ্জার এর মেয়ে লিপি আক্তার(৩০) এর সূত্রে জানা যায়,জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে রবিবার বিকেল ৫ টায় তাঁর বড় ভাই বাবুল (৩৫)কে আব্দুল্লাপুর খালের পাড় সংলগ্ন পাকা ঘটলায় একা পেয়ে এক’ই গ্রামের আনিছ মিয়ার ছেলে রুহুল আমিনসহ ৫/৬জন মিলে কাঠের ডাসা এবং বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি শরীরের বিভিন্ন স্থানে মেরে নীলাফুলা জখম করে।বাবুলের চিক্কারে আশেপাশের মানুষ ছুটে আসলে বিবাদীগন তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন।
তবে অভিযুক্ত রুহুল আমিন এ বিষয়ে জানান ভিন্ন কথা, তিনি মুঠোফোনে জানান,তাঁর কিশোরী মেয়েকে একাধিকবার ভয় ভীতি প্রদর্শন করায় তিনি প্রতিবাদ করেছেন যার সুত্রধরে হাতাহাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য মো:হাবিবুর রহমান ঘটনার সততা স্বীকার করে বলেন,বাবুল একটু পাগলা প্রকৃতির লোক, রুহুল আমিন এর মেয়েকে উক্তাক্ত করার কথা শুনেছি।
এ বিষয়ে গজারিয়া থানায় কর্তব্যরত অফিসার উপ পরিদর্শক আইরিন সিদ্দিকা জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।