ওসমান গনি স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিভিন্ন অপরাধে ৪টি মামলা দায়েরের মাধ্যমে ১ লক্ষ ২ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলাম জানান, পরিবেশ দূষণ করে কয়লার ব্যবসা করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী এলাকার মোল্লা ট্রেডিং ও বাউশিয়া ফেরিঘাট এলাকার সাহারা এন্টারপ্রাইজকে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে এসএসসি পরীক্ষা চলাকালীন সময় ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করার অপরাধে মমিন মোল্লা নামে একজনকে দন্ডবিধি ১৮৬০ ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক শাহাদাত হোসেন নামে একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।