ওসমান গনি,স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বি,এন,পি নেতা সফি উল্লাহ দেওয়ান রাসেল।
আজ বরিবার বিকাল ৫ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে ইউনিয়ন বি,এন,পি’র ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে স্থানীয় বি,এন,পি নেতা সফি উল্লাহ দেওয়ান রাসেল জানায়,আজ রবিবার দুইটি পত্রিকায়”যুব লীগের নেতা হচ্ছেন বি,এন,পি কমিটির সদস্য সচিব প্রার্থী”শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,ছাত্রদলের রাজনীতিতে তাঁর রাজনৈতিক হাতেখড়ি,দীর্ঘদিন যাবৎ তিনি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে এই ইউনিয়নে কাজ করে আসছেন,এজন্য তিনি বিভিন্ন সময় হামলা মামলার শিকার হয়েছেন।স্থানীয় একটি কুচক্রী মহল তাঁর জনপ্রিয়তায় ঈশার্নীত হয়ে মিথ্যা অপ প্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি বি,এন,পির সাংগঠনিক স ম্পাদক,ও উপজেলা স দস্য মো:মোতালেব মিয়া,ইউপি নেতা অলি মিয়া শিকদার ইউনিয়ন যুব দলের আহবায়ক হারুন অর রশিদ,যুগ্ম আহবায়ক বাবুল গোলদ্দার,উপজেলা যুবদলের সহ সম্পাদক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল এর সভাপতি সোহরার মেম্বার, সা:সম্পাদক মানিক দেওয়ান,ইউপি শ্রমিক দলের সভাপতি মো:আক্তার সরকার,সা:সম্পাদক মো:আলম, ইউপি কৃষক দলের সদস্য সচিব মো:মিলন মিয়া,বিভিন্ন ওয়ার্ড সভাপতি/সা:সম্পাদক গোলাম হোসেন শিকদার,কালা স রকার,আনিসুর রহমান শিকদার,আইয়ুব আলী মাতাব্বর,শাহ আলম,ছন্দু মিয়া বেপারী,বারেক ঢালী প্রমুখ।
খবর সম্পর্কে মন্তব্য করুন