
ওসমান গনি,স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ঐতিহাসিক ১৭মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা,র্যালী ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত।
গজারিয়া উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে উপজেলার গজারিয়া ইউনিয়ন এর গজারিয়াস্থ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সা:সম্পাদক মো:মনসুর আহম্মেদ খাঁন জিন্নাহ’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃমহসিন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগ এর সাবেক যুগ্ম সম্পাদক আবু তালেব ভূঁইয়া,জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: শাহজাহান খাঁন,সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরাজী,সাবেক প্রচার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাঃসম্পাদকদের আলহাজ্ব বোরহান উদ্দীন দেওয়ান, মোঃহাবিবুর রহমান,দেলোয়ার হোসেন,মোস্তফা সারোয়ার বিপ্লব,আল আমিন প্রধান,মেহেদী হাসান সবুজ,নুরুল খা,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আবুল বাশার,আজিজুল হক পার্থ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি বেলাল ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও র্যালী করা হয়।