
ওসমান গনি,স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অভিযান চালিয়ে ৪কেজি গাঁজা ২লাখ ৭০ হাজার টাকাসহ দুই ভাইকে আটক করা হয়েছে। এছাড়াও অপর একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গগজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানে আটক তিন জনের মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতে ৩মাসের কারাদন্ড এবং একশ টাকা জরিমানা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জি এম রাশেদুল ইসলাম। অপর দুইজনকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমকান্দি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলামের উপস্থিতিতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁঞা।
অভিযানে হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে সুজন (৪৪) কে আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুজন’কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে চরবাউশিয়া মধ্যমকান্দি গ্রামে আরেকটি অভিযান চালানো হয়।
অভিযানে চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামের আব্দুল মোতালেব ব্যাপারীর ছেলে মহিউদ্দিন ব্যাপারীর (৪০) কাছ থেকে ১কেজি গাঁজা ও গাঁজা বিক্রীত নগদ ২লাখ ৭০হাজার টাকা এবং তার বড় ভাই মো. মোয়াজ্জেম হোসেন বেপারী কাছ থেকে ৩কেজি গাঁজাসহ দুজন কে আটক করা হয়।
পরে মহিউদ্দিন ব্যাপারী ও মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁঞা