ওসমান গনি,স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার দুইটি ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এবং টেংগারচর ইউনিয়নে স্কুল মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
হোসেন্দী ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফখরুল ইসলাম বিদ্যুৎ এবং টেংগারচর ইউনিয়নে আনিছুর রহমান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য এড. মৃনাল কান্তি দাস এমপি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেফায়েত উল্লাহ খান তোতা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু,সাধারণ সম্পাদক শেখ তাইজুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেরুন্নেসা উত্তরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ ফরাজীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাইদুর রহমান খান,টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি,হুমায়ূন করিব মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক সুপ্রীম কোর্টের কর্মকর্তা- কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সাধারন সম্পাদক মুহাম্মদ আজীম উদ্দিন ফরাজি,টেংগারচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ,হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাহাব উদ্দিন সহ টেংগারচর এবং হোসেন্দী ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এসময় হোসেন্দী ইউনিয়নে ২ জন সভাপতি, ২ জন সাধারণ সম্পাদক, টেঙ্গারচর ইউনিয়নে ২ জন সভাপতি ও ৫ জন সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে জীবন বৃত্তান্ত জমা দেয়।
খবর সম্পর্কে মন্তব্য করুন