ওসমান গনি,স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা বিভিন্ন মামলায় আটক অসংখ্য যানবাহন গজারিয়া হাইওয়ে থানা চত্বরের খোলা আকাশের নিচে অযত্ন-অবহেলায় পড়ে আছে। আইনি জটিলতায় বছরের পর বছর পড়ে থাকার কারণে এসব যানবাহন বিনষ্ট হয়ে যাচ্ছে। নিত্যদিনের রোদ-বৃষ্টি-ঝড় আর ধূলায় এসব গাড়ির যন্ত্রাংশে মরিচা ধরেছে। একই স্থানে দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকায় অনেক যানবাহন চলাচলের ক্ষমতা হারিয়েছে। ফলে কমে গেছে এর বাজারদর। অন্যদিকে আইনি জটিলতা থাকায় এসব গাড়ি নিলামে না তুলতে পারায় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। চোরাই পথে দেশে আসা, নিবন্ধনহীন কিংবা অপরাধ সংশ্লিষ্টতা, মাদক মামলার আলামত হিসেবে জব্দকৃত যানবাহনগুলো থানার সামনে পড়ে আছে দীর্ঘদিন।
এদিকে জব্দ করা এসব যানবাহন নিয়ে বিপাকে রয়েছে পুলিশও। আইনি জটিলতায় বছরের পর বছর মামলার সুরাহা না হওয়ায় যানবাহনের স্তূপ বাড়ছেই। এতে থানার দৈনন্দিন কর্মকাণ্ডেও বিঘ্ন ঘটছে। সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের দাবি, জব্দ করা যানবাহন রাখার জন্য আলাদা স্থানে নির্দিষ্ট গ্যারেজ করে দেয়া গেলে যানবাহনগুলো সুরক্ষিত থাকবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাড়িতে জব্দ করা মোটরসাইকেল, প্রাইভেটকার-মাইক্রোবাস, ট্রাক ও বাস রয়েছে অনেকগুলো। ৭-৮ বছর আগে আটক করা গাড়িও আছে এখানে, যার বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া গজারিয়া থানার সাবেক পুলিশ ফাঁড়িতেও রয়েছে অনেক যানবাহন। সেগুলোর আদৌ কোনো সুরাহা হবে কিনা- এমন প্রশ্ন জনমনে। তবে সেসবের মধ্যে আবার বেশকিছু গাড়ি অন্তত এক যুগ আগে জব্দ করা হয়েছে। সর্বশেষ ‘চিহ্ন’ হিসেবে এসব গাড়ির বডিই শুধু টিকে আছে। বাকিগুলোর অবস্থাও জরাজীর্ণ। দিন দিন গাড়ির যন্ত্রাংশ ক্ষয়ে যাচ্ছে।
জানতে চাইলে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ এস এম রাশেদুল ইসলাম বলেন, জায়গার সঙ্কুলান না হওয়ায় এগুলোকে খোলা আকাশের নিচে রাখতে হয়। জব্দ করা যানবাহন রাখার জন্য যদি একটি নির্দিষ্ট স্থান কিংবা গ্যারেজ থাকত, তাহলে এগুলো নষ্ট হতো না। পরে নিলামে তুলেও অধিক অর্থ পাওয়া যেত। তবে আমরা গ্যারেজ নির্মাণের জন্য উপর মহলে চিঠি পাঠিয়েছি। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।
তাছাড়া দৈনিক অথবা মাসে যে পরিমাণ গাড়ি আমাদের এখানে জমা হচ্ছে, সে অনুসারে মামলার নিষ্পত্তি হচ্ছে না। আইনি জটিলতার ফলে জব্দ হওয়া বাহনের সংখ্যা ক্রমে বাড়ছে। এছাড়া থানায় এত গাড়ি পড়ে থাকায় অনেক সময় দৈনন্দিন কার্যক্রমও বিঘ্নিত হয়। আমরা চেষ্টা করি দ্রুত মামলা নিষ্পত্তি করতে বা গাড়িগুলো নিরাপদ স্থানে রাখতে।