ওসমান গনি,স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়নের হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ,দোয়া ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অতিথীদের ফুল দিয়ে বরন করে নেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি তোফাজ্জল হেসাইন মৃধা। ধন্যাবাদান্তে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস উদ্বোধক হিসেবে উপস্তিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা সিআইপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী( খোকন), অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্তিত ছিলেন ৩ নং টেংগারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, পৃষ্ঠপোষক হিসেবে উপস্তিত ছিলেন ভাটের চর দে মান্নান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, রুপালী ব্যাংকের ডিজিএম সাখাওয়াত হোসেন,হাজী কেরামত উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী সমাজ সেবক বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইমামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু আম্বালা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক আরিফ শিকদার,বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার জুয়েল, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট আশরাফুল করিম বাবু, বিদ্যালয়ের দাতা সদস্য মিজানুর রহমান খোকন।
অতিথি বৃন্দ হিসেবে উপস্তিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান জামান,গজারিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা ফরিদা ইয়াসমিন, অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ আজিম উদ্দিন ফরাজী,ভাটের দে মান্নান উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য,মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক কো -অপ্ট সদস্য হুমায়ন কবির সরকার,
অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কো -অপ্ট সদস্য শাহজালাল।বিদ্যালয়ের পরিচালনা পরিষদের আজীবন দাতা সদস্য হান্নান মিয়া।
প্রধান অতিথি বক্তব্যে মৃণাল কান্তি দাস বলেন,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার মান বৃদ্ধি করছে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সহায়তা করুন।
অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার জন্য অত্র প্রতিষ্ঠানের সভাপতির নিজস্ব অর্থায়নে বিভিন্ন খেলার সামগ্রি, ১০ টি বাইসাইকেল বিতরণ করেন।
খবর সম্পর্কে মন্তব্য করুন