ওসমান গনি,স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা গুয়াগাছিয়ায় আহম্মদ দেওয়ান ফাউন্ডেশন উদ্যোগে গুয়াগাছিয়া কেন্দ্রীয় ঐতিহ্যবাহী কবরস্থানের অফিস ও মালামাল সংরক্ষণাগার এর শুভ উদ্বোধন উপলক্ষে কবরবাসীর জন্য বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ঐতিহ্যবাহী কবরস্থান অফিস প্রাঙ্গনে আহম্মদ দেওয়ান ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে ও বাস্তবায়নে কবরবাসীর জন্য বিশেষ দোয়া ও আলোচনা সভা করা হয়। কবরস্থান খাদেম মোঃ শাহজাহান জানান আহম্মদ দেওয়ান ফাউন্ডেশন উদ্যোগে গুয়াগাছিয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী কবরস্থানের সকল প্রকারের উন্নয়ন , ইসলামী শিক্ষা প্রতিষ্ঠা ও বাস্তবায়নে মসজিদ নির্মাণ, মসজিদের উন্নয়ন, মাদ্রাসা তৈরি ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠায় উদার সহযোগিতা এমনকি কবরস্থান অফিস ও মালামাল সংরক্ষণাগার ভবন আহম্মদ দেওয়ান ফাউন্ডেশন এর ২০ লক্ষ টাকা অর্থায়ন ও সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, ১ একর৭০ শতাংশ ভূমি নিয়ে গুয়াগাছিয়া কবরস্থান হয়েছে।
দোয়া পরিচালনায় ছিলেন মাওলানা আল্লামা হাসান ফারুকী, উপস্থিত ছিলেন মাওলানা আফজাল হোসেন, মাওলানা আল আমিন । আরও উপস্থিত ছিলেন আহম্মদ দেওয়ান ইসলামিক ফাউন্ডেশন চেয়ারম্যান ও ইউপি সদস্য, মোঃ হালিম দেওয়ান, ফাউন্ডেশন পরিচালক আলহাজ্ব কাইয়ুম দেওয়ান, পরিচালক আলহাজ্ব মোঃ মাইনুল দেওয়ান, উপস্থিত ছিলেন হাজী আমীন উদ্দিন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গুয়াগাছিয়া জামিয়া আরাবিয়া জান্নাতুল বাকী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ ।
খবর সম্পর্কে মন্তব্য করুন