ওসমান গনি,স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মেঘনা নদীর ইসমানীর চর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন মেঘনা নদীর গজারিয়া অংশের ইসমানীর চর গ্রামের দেলোয়ার মাস্টারের বাড়ির কাছে কচুরিপানায় একটি অর্থগলিত মরদেহ দেখতে পায়। পরে পুলিশের খবর দিলে তারা এসে সেটি উদ্ধার করে।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইজাজ উদ্দিন আহমেদ আমাদের খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের গায়ে সাদা পায়জামা-পাঞ্জাবি রয়েছে। তবে মরদেহ অর্ধগলিত হওয়ায় স্পষ্টভাবে যাচ্ছে না। বিষয়টি আমরা খতিয়ে দেখব।
খবর সম্পর্কে মন্তব্য করুন