
ওসমান গনি, স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান মতু পেলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সনদ ও কার্ড।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর সচিব ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যান ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত কার্ডটি পরিচয় আজীবন বলবৎ থাকবে,কার্ডটি সরকারী সম্পত্তি হিসেবে গন্য হবে,যা হস্তান্তর যোগ্য নয়,এই কার্ডটির জন্য তিনি নিজ জেলা ব্যতীত অন্যান্য জেলার সার্কিট হাউজ ও জেলা পরিষদের ডাক বাংলোতে অবস্থান করতে পারবেন।এই কার্ড প্রদর্শন করলে সরকারী পরিবহন(রেলওয়ে, বিআরটিসি কোচ,বাস ও জলযানে সর্বোচ্চ শ্রেনীতে) বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।বাংলাদেশ বিমানে অভ্যন্তরীণ রুটে বছরে একবার ও আন্তর্জাতিক যে কোন রুটে (ইকোনমি শ্রেনীতে)বিনা ভাড়ায় দুই বার সেই সাথে পবিত্র হজ্ব/ওমরাহ পালনের জন্য জীবদ্দশায় একবার ঢাকা-জেদ্দা- ঢাকা যাতায়াত ক রতে পারবেন।উনাকে বহনকারী গাড়ী ফেরী,ব্রীজে বিনা টোলে চলাচল করতে পারবেন,ফেরীতে ভি,আই,পি কেবিনও থাকবে বরাদ্ধ।পর্যটন কর্পোরেশনের হোটেল/মোটেলে বিনা ভাড়ায় বছরে একবার দুইরাত স্ব পরিবারে থাকতে পারবেন।
কার্ড প্রাপ্তির বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান(মতু)বলেন,কোন সুযোগ সুবিধা পাব এজন্য মুক্তিযুদ্ধ করি নাই,যুদ্ধ করেছি দেশকে স্বাধীন ও শক্র মুক্ত করার জন্য,তবে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই তিনি দেশের মুক্তিযোদ্ধা তথা আমাকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্মান দেওয়ার জন্য।