
ওসমান গনি,স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে কাজ করতে গিয়ে অসাবধানতা বসত কনভেয়ার বেল্ট থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় একজন শ্রমিক। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
এদিকে শ্রমিক মৃত্যুর খবর সংগ্রহ করতে গিয়ে কর্তৃপক্ষের তোপের মধ্যে পরে স্থানীয় সংবাদ কর্মীরা। ভিতরে প্রবেশ করতে চাইলে তাদের অনুমতি না দিয়ে উল্টো মোবাইল কেড়ে নিতে চায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মীরা।
নিহত ওই শ্রমিকের নাম সোহাগ বিশ্বাস (২২)। সে ফরিদপুরের মধুখালী উপজেলার জসিম বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, সিটি গ্রুপের মালিকানাধীন হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলের ভেতর ঢাকা সুগার লিমিটেড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো সোহাগ বিশ্বাস। সুপারভাইজার বিল্লালের মাধ্যমে সে এখানে কাজ পায়। মঙ্গলবার দিনভর কাজ করার পরে রাতের শিফটে ওভারটাইম করছিল সে। দিবাগত রাত একটার দিকে কোম্পানিটির ২নং গোডাউনে কনভেয়ার বেল্ট মেরামত করার সময় উপর থেকে নিচে পড়ে যায় সে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে টাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।
এদিকে বুধবার সকালে শ্রমিক মৃত্যুর খবর সংগ্রহে প্রতিষ্ঠানটির প্রধান ফটোকে গেলে কর্তৃপক্ষের তোপের মুখে পড়ে স্থানীয় সংবাদ কর্মীরা। তাদের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে তারা কেউ কারো সাথে কথা বলবে না। সময় সংবাদকর্মীরা প্রতিষ্ঠানটির প্রধান ফটোকের ছবি তুলতে চাইলে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে নিরাপত্তা কর্মীরা।
বিষয়টি সম্পর্কে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফজলুল হক বলেন, ঘটনার পর পর খবর পেয়ে আমরা এখানে ছুটে আসি। নিহতের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।