ওসমান গনি স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন গজারিয়া নির্বাহী কর্মকর্তা জিউয়াল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম চেয়ারম্যান গজারিয়া উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক গজারিয়া উপজেলা আওয়ামীলীগ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান নেকী (খোকন) ভাইস চেয়ারম্যান গজারিয়া উপজেলা পরিষদ, খাদিজা আক্তার আখি মহিলা ভাইস চেয়ারম্যান গজারিয়া উপজেলা পরিষদ, ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) রাশেদুল ইসলাম, হাজ্বী মহসিন চৌধুরী সভাপতি গজারিয়া উপজেলা আওয়ামীলীগ, গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, হাফিজ্জুমান খান জিতু চেয়ারম্যান ইমামপুর ইউনিয়ন পরিষদ, প্রমুখ, ইলেক্ট্রোনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক , সহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মঙ্গলবার দুপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও জিউয়াউ ইসলাম চৌধুরী।
খবর সম্পর্কে মন্তব্য করুন