মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ১৭নং ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা আক্তার আঁখি স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে (উপজেলা পর্বের) বাছাই শেষে তাঁর নাম ঘোষণা করে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।
বিষয়টি নিশ্চিত করেন ১৭নং ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা আক্তার আঁখি। তিনি জানান উপজেলায় ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ম্যানেজিং কমিটির সভাপতিদের মধ্যে তিনি জেলা পর্যায়ের শ্রেষ্ঠত্বের লাড়াইয়ে অংশ নেবেন।
প্রসঙ্গত, খাদিজা আক্তার আঁখি ভবেরচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আয়নাল হক সরকারের কন্যা। তিনি গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়াও তিনি গজারিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা মহিলা ফোরামের সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনে সুনামের সহিত কাজ করছেন।
খবর সম্পর্কে মন্তব্য করুন