ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নে ভবেরচর গ্রামের কিশোর গ্যাং এর আক্রমণে রোমান (১৮) ও রাজিব( ১৮) আহত হয়।
বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় গজারিয়া গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নে ভবেরচর গ্রামের কিশোর গ্যাং এর আক্রমণে রোমান (১৮) ও রাজিব( ১৮) আহত হয়। আহতরা লক্ষিপুর গ্রামের কামাল হোসেন এর ছেলে ও বাতিজা।
আহত রাজিবের পিতা জানায় তার ছেলে ও ভাতিজা দূর্গাপুজা দেখার জন্য ভবেরচর পূজা মন্ডলে যায়।সেখান থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে হাসানের নেতৃত্বে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র দা, বাঁশের ডাসা কাঠের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি মারধর করে। দা দ্বারা মাথায় কুপের আঘাতে মাথা ও কান গুরতর জখম করে ফেলে রেখে চলে লে যায়।স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
রোমান গুরুত্বর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।রাজিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।
এই বিষয়ে গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেব আলী জানান,অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে,তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর সম্পর্কে মন্তব্য করুন