মুবাশ্বির ইযাজ মুর্শিদ, পাটগ্রাম প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে ধর্মীয় উগ্রবাদ,জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত,সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ, মসজিদ, মন্দির,গির্জা,প্যাগোডাসহ সকল উপসানালয়ের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর (রবিবার) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি।
প্রধান অতিথি মোতাহার হোসেন এমপি বলেন,গুজব রটনাকারীকে কোন ছাড় দেয়া হবে না।ধর্ম যার যার উৎসব সবার।
এছাড়াও উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ন চন্দ্র রায়,পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট,পাটগ্রাম উপজেলা এলজিইডি কর্মকর্তা মাহবুব উল আলম সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
খবর সম্পর্কে মন্তব্য করুন