২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে,
সভায় ভর্তি কমিটির কয়েকজন সদস্য ও ডিন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার পক্ষে মত দিলেও অধিকাংশ সদস্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিপক্ষে মত দেন।
বিষয়টি নিয়ে বেশকিছুক্ষণ শিক্ষকদের বাকবিতণ্ডাও হয়। শেষ পর্যন্ত সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার সিদ্ধান্ত হয়।
একইসাথে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে না।
আগের বছরগুলোতে যেভাবে পরীক্ষা হতো এবারও সে নিয়মেই পরীক্ষা হবে বলে জানিয়েছে প্রশাসন।
খবর সম্পর্কে মন্তব্য করুন