দেশের প্রথিতযশা প্রকাশনা প্রতিষ্ঠান সমকালীন প্রকাশন লিমিটেডের জন্য ০২ জন মেধাবী, কর্মঠ ও দক্ষ প্রুফরিডার আবশ্যক।
প্রুফরিডার পদে প্রার্থীর যোগ্যতা :
—————————————–
— বাংলা একাডেমির বানানরীতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা চাই ।
— হার্ড কপি ও সফ্ট কপিতে প্রুফ দেখা এবং তুলতে পারা।
— বাংলা সাহিত্য এবং ভাষা-সম্পাদনায় দখল থাকতে হবে।
— বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষ হতে হবে।
— প্রকাশনী জগতে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা।
— আরবি ভাষা ও সাহিত্য সম্পর্কে জ্ঞান বাড়তি যোগ্যতা বলে বিবেচিত হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা :
—————————————-
আলোচনার ভিত্তিতে প্রচলিত মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারিত হবে, ইন শা আল্লাহ।
কর্মস্থল :
———–
পুরানা পল্টন, ঢাকা।
কাজের ধরন :
—————–
ফুল-টাইম (৯টা—৬টা অথবা ৮টা—৫টা)।
আবেদনের পদ্ধতি :
————————
আগ্রহী প্রার্থীদেরকে পদের নাম উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্ত somokalin@outlook.com এই ঠিকানায় ইমেইল পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।
সিভি পাঠানোর সময়সীমা :
———————————
আগামী ৩০শে অক্টোবর, ২০২২।
বিশেষ দ্রষ্টব্য :
—————–
উল্লিখিত পদে পার্টটাইম কিংবা বাসায় বসে কাজের কোনো সুযোগ নেই। মেসেঞ্জারে পাঠানো সিভি অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
সমকালীন প্রকাশন
শুদ্ধ চিন্তা, শুদ্ধ জ্ঞান।
Leave a Reply