চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শনিবার সকালে উপজেলার চিলমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মোহাম্মদ মহিবুল ইসলাম।
এস আই দিলিপ কুমারের সঞ্চালনা ও চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ গয়ছল হক, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, প্রেসক্লাব চিলমারীর সভাপতি মনিরুল আলম লিটু, সহসভাপতি আব্দুল লতিফ মেহেদী প্রমুখ।
এছাড়াও এ এস আই শফিকুল ইসলাম, এ এস আই ফজলু, এ এস আই আবেদিন,এ এস আই জান্নাতুল, ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যগন উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার নানা পেশার জনসাধারণ।
খবর সম্পর্কে মন্তব্য করুন