
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে বন্ধ থাকা রমনা লোকাল ট্রেন পুনরায় চালু ও রেলপথ মেরামতের দাবিতে চিলমারী কমিউটার ট্রেন এক ঘন্টা আটকে রেখে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রবিবার সকালে রমনা রেলস্টেশনে চিলমারী, রৌমারী ও রাজিবপুর এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন স্থানীয়রা।
মানববন্ধন বক্তব্য রাখেন, জাকারিয়া সরকার, ইমরান সরকার জীবন, ছক্কু মিয়া, মমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, নিলয় ইসলাম, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম প্রমূখ। বক্তারা বন্ধ থাকা রমনা মেইল ট্রেনটি পুনরায় চালুর দাবী জানান। তারা বলেন বর্তমানে যে কমিউটার ট্রেন চালু করেছে সেটি সকাল ৮ টায় রংপুর যায় কিন্তু চিলমারী ফিরে আসে রাত ১২ টার পর। দেখা যায় সে সময় ট্রেনটি যাত্রী শূন্য অবস্থায় ফিরে আসে। তবে রমনা মেইল ( লোকাল) ট্রেন চালু করলে সকালে জেলার উদ্দেশ্যে রওনা করে কাজ শেষ করে আবার দুপুরের ফিরতি ট্রেনেই ফিরে আসতে পাবে সাধারণ যাত্রীরা এতে সড়কপথে গেলে যে টাকা ব্যয় হয় তা অনেক গুনে কমে যাবে। পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য পরিবহনে ব্যয়ও কমে যাবে। তাই দ্রুত রেলপথ মেরামত ও ট্রেন চালু করার দাবী জানান তারা।
এদিকে চিলমারী কমিউটার ট্রেন সকাল ৮ টায় রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও মানববন্ধনের কারণে এক ঘন্টা দেরিতে ছেড়ে দেয়। এতে ভোগান্তির শিকার হয়েছেন স্কুল, কলেজসহ কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন কাজে যাওয়া যাত্রীরা। এ বিষয়ে ট্রেনের পরিচালক আতিকুর রহমান জানান, এ বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানাবো। বিষয়টি তারা পর্যালোচনা করে যদি সম্ভব হয় পূর্বের মতো লোকাল ট্রেন চালু করবেন।