
চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার উপজেলার চিলমারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বেসরকারি সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সংগ প্রকল্পের সহোগীতায় সহযোগিতায় ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকা মোট ১ কোটি ৪২ লাখ ২৩ হাজার ৮৬৪ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৩ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, ইউপি হিসাব সহকারী মোঃ সাদেকুল ইসলাম, সংগ প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রতিমা রানী রায়,চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সাওরাত হোসেন সোহেল, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।