
চিলমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে নদী পথে চিলমারী-রৌমারী ফেরি চলাচলের উদ্দেশ্যে ঘাট ও পল্টুন স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের নদী বন্দর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমান, বিআইডব্লিউএ সিরাজগঞ্জ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম,চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ হারেছুল ইসলাম,থানাহাটইউপি চেয়ারম্যান আ.রাজ্জাক মিলন, রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা প্রমুখ।
মাটিকাটা মোড়-নদী বন্দর গামী সিসি ঢালাই রাস্তার সাথে ঘাটে রাখা পল্টুন পর্যন্ত রাস্তা মেরামত করা হলে চিলমারী-রৌমারী ঘাটে ফেরি চলাচল এ মাসেই শুরু করা হবে বলে জানান, বিআইডব্লিউ এর সিরাজগঞ্জ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো.নজরুল ইসলাম। চিলমারী-রৌমারী ফেরি ঘাটের কাযক্রম শুরু হওয়ায় এলাকাবাসী আনন্দ উল্লাসে ফেটে পড়ে।