উলিপুর( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম উলিপুরের ধামশ্রেণী তে জমিজমার বিরোধের জের ধরে গত ২৫ মে রোজ বৃহস্পতিবার দুপুড় আনুমানিক ১২ ঘটিকায় দুই পক্ষের সংঘর্ষে দুই পক্ষের দুই গৃহবধূ মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসীরা জানান, ধামশ্রেণী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সুরীর ডারার মৃত ওমর আলীর পুত্র আঃ রহিম ও ওমর কাজীর পুত্র সামছুল হক নিরাশার পরিবারের মধ্যে বিগত এক বছর যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। মৃত ওমর আলী ও ওমর কাজী আপন সহোদর বলে জানা যায়। মৃত ওমর আলী পরিবারের অভিযোগ, তিনি মারা যাওয়ার পর তার আপন বড় ভাই বড় জ্যাঠা ওমর কাজী জমিজমার দলিল পত্র ও বেশকিছু পৈত্রিক জমি জমার দখল নিয়ে রেখেছে যা স্থানীয় ইউনিয়ন পরিষদে দুই বার মিটিং ডেকেও তাদের অসহযোগী তায় অমীমাংসিত থেকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন মৃত ওমর আলীর পুত্র আঃ রহিম বাড়ীর উঠোনের নিজ সীমানা সংলগ্ন জায়গায় সুপারির গাছ রোপন করেন। এসময় উলিপুর থানার এ এস আই ও ধামশ্রেণীর বিট অফিসার মোঃ সালেক মওলা গাছ রোপনে নিষেধ করেন। এসময় পুলিশ কর্মকর্তার সামনেই ওমর কাজীর পুত্র নিরাশা, নুর আলম ও গৃহবধূরা প্রতিপক্ষীয় দের সাথে বাক বিতন্ডায় লিপ্ত হন। পুলিশ কর্মকর্তা ফেরত আসার পর দুই পক্ষ লাঠি শোঠা এবং দা ছোরা নিয়ে মারামারিতে লিপ্ত হলে উভয়পক্ষের দুই গৃহবধূ মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসার জন্য উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আহত দুই গৃহবধূ হলেন মৃত ওমর আলীর পুত্র আঃ রহিমের স্ত্রী মোছাঃ রুজিনা বেগম ও ওমর কাজীর পুত্র সামছুল হক নিরাশার স্ত্রী মোছাঃ রিক্তা বেগম।
বিষয়টি নিয়ে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করলেও একশ্রেণীর লোক মামলা মোকদ্দমায় নেয়ার চেষ্টাও করছে বলে গোপন সূত্রে জানা যায়।
খবর সম্পর্কে মন্তব্য করুন