টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী ও স্ত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মৈশা নন্দলাল গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেন আহত লাল মিয়ার বড় ভাই মোঃ হায়দার আলী। অভিযোগপত্র থেকে জানা যায়, হামলায় ৫ জন আহত হন। এ সময় আহত আমিনার সাথে থাকা ১ ভরি ৪ আনা ওজনের র্স্বণের চেইন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। যার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় আহতরা হলেন ওই মামলার বাদী হায়দার আলী, তার ছোট ভাই মোঃ লাল মিয়া (৪৫), মোছা: আমিনা বেগম, মো: আকবর আলী ও মো: আতিক হাসান। অভিযোগপত্র থেকে আরো জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের কারণে তারা ইতিপূর্বে একটি মামলা করে। এ ব্যাপারে একশত ১৪৪ ধারা জারি করা আছে। এ নিষেধাজ্ঞো অমান্য করে প্রতিপক্ষ ২৩ মে মঙ্গলবার দুপুরে চাপাতী, রাম দা, লোহার হাতুরী ও লোহার রড’সহ লাঠি দিয়ে হামলা চালায়। অভিযোগপত্র থেকে আরো জানা যায়, হামলায় জড়িত রয়েছেন- মৈশা নন্দলাল গ্রামের মৃত শামছুল হকের ছেলে সন্ত্রাসী বুলবুল (২৮), আনিছুর (৩৫), মাজেদুল (৪০), আতোয়ার (২০), মৃত শামছুল হকের স্ত্রী মাজেদা বেগম, আনিছুরের স্ত্রী মোছা: ময়না বেগম ও বুলবুলের স্ত্রী নুর জাহান।
পরে আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হয় চিকিৎসার জন্য। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন আহত লাল মিয়ার বড় ভাই মোঃ হায়দার আলী। অভিযোগের পর এ বিষয়ে তদন্ত কাজ চলছে বলে জানায় সদর থানা পুলিশ। আহতদের ২ জন বর্তমানে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।