ক্রিড়া সংযোগঃ
দহ্মিন আফ্রিকার ক্রিকেটে পরিচিত মুখ ফাফ ডু প্লেসিস।বেশ কিছুদিন ধরে রয়েছে জাতীয় দলের বাইয়ে। আবারও সাউথ আফ্রিকার জাতীয় দলে খেলতে দেখা যেতে পারে ফাফ ডু প্লেসিসকে। টেস্ট ফরম্যাট থেকে দুই বছর আগেই অবসরে গেছেন ডু প্লেসি। কিন্তু আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-২০ থেকে এখনও অবসরে যাননি সাবেক এই অধিনায়ক ।
বর্তমানে ব্যাট হাতে সেরা ফর্মে আছেন ডু প্লেসি। ২০২৩ আইপিএলে বর্তমানে সর্বোচ্চ রান তার। হয়তো এই জন্যই সাউথ আফ্রিকার নতুন কোচ রব ওয়াল্টার ডু প্লেসিকে জাতীয় দলে পেতে চান। এ কারণেই ডু প্লেসিসের সাথে যোগাযোগও করেছেন ওয়াল্টার।
ডু প্লেসি কোচকে জানিয়েছে, ওয়ানডে খেলার মত ফিটনেস ও এনার্জি আগের মত পাবে না তিনি । তবে টি-২০তে দলকে সার্ভিস দিতে পারবেন তিনি। তাই আশা করাই যায় খুব শীঘ্রই সাউথ আফ্রিকা টি-২০ দলে হয়তো দেখা যাবে তাকে।
খবর সম্পর্কে মন্তব্য করুন