রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পাটিকে দুর্বল ভাববেন না। জাতীয় পাটির উপর ভর করে আপনারা তিন বার ক্ষমতায় এসেছেন। সেই জাতীয় পাটিকে আবার ভাঙ্গার চেষ্টা করছেন। কিন্তু সফল হতে পারেননি। আপনারা কথায় কথায় বলেন, জনগণ ক্ষমতার উৎস। কিন্তু কোথায় সেই ক্ষমতা! জনগণ ভোট দিতে পারে না। ভোট ছিনতাই হয়ে যায়। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা পরির্বতন চায়। আগামী নির্বাচনের আগেই জাতীয় পাটি ও যুব সংহতি সহ সকল অঙ্গ সংগঠনকে শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগাছা উপজেলা জাতীয় যুব সংহতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন, রংপুর সহানগর জাতীয় পাটির সাধারন সম্পাদক এস এম ইয়াসির, জেলা সাধারন সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, পীরগাছা উপজেলা জাতীয় পাটির সভাপতি আবু নাসের শাহ মো: মাহবুবার রহমান, সাধারন সম্পাদক আব্দুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, জেলা ছাত্র সমাজের আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্র সমাজের ইসমাইল হোসেন সাদ্দামসহ অনেকে।
এর আগে বাদ্য বাজিয়ে নেচে গেয়ে সম্মেলনে যোগ দেন জাতীয় যুব সংহতির নেতাকর্মীরা। সম্মেলনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উঠিয়ে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। শেষে সর্বসম্মতিক্রমে মো: সিরাজুল ইসলামকে সভাপতি, আরিফুজ্জামান আরিফকে সাধারন সম্পাদক ও মিজানুর রহমান মিজানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা দেন সিটি মেয়র।
খবর সম্পর্কে মন্তব্য করুন